চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ আরো তীব্রতর হলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে। কারণ বাংলাদেশ ঘন জনবসতিপূর্ণ একটি দেশ। সে কারণে ভয়াবহতা আশঙ্কা অমূলক হতে পারে না। কোন আশঙ্কাকে এড়িয়ে চলার কোন অবকাশ নেই। তবে মনোবল ও সকল সামর্থ্য উজার করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানান। গতকাল রোববার বিকেলে ১৪নং লালখান বাজার ওয়ার্ডে গরীব উল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান কোম্পানী, ইঞ্জি. মো. হারুণ, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, অ্যাডভোকেট মো. আমিন, জাকির হোসেন মাসুদ, এস.এম তানভীর উদ্দীন, হৃদয় ইসলাম রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।