কোথাও একটা কিন্তু
সচল অব্যয় জীবনে
কখনো কমা, কখনো–বা দাড়ি টেনে পথে
পেরোতে দোলাচল সাঁকো।
কিন্তু ছিল বলে–
কপালে রেখে তিন দার্শনিক আঙুল
বিবেচক হয়েছে কাম, ক্রোধ ডানাকাটা
লোভাতুর চোখ নেমেছে মাটিতে
কিংবা,
মোহ হাত হতে পড়েছে খসে
গোলাপের খাম।
তাতে অদল–বদল জীবনের পাত্রখানি।