চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোতোয়ালী থানাধীন আঞ্চলিক কমিটিসমূহের মধ্যে বৈঠক গত বুধবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান। বক্তব্য রাখেন কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীল, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈকত দাশ। সভায় বক্তারা বিশ্ব মহামারী কোভিড-১৯ এর কারণে সীমিত পরিসরে সরকারি নির্দেশনা মেনে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার অনুরোধ জানান। সভায় কোতোয়ালী থানাধীন আঞ্চলিক কমিটির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ দে, সুজন ভট্টাচার্য্য, সুপ্রতীম সেন, ননীগোপাল আচার্য্য, আলোড়ন বিশ্বাস, কালিপদ রায়, আাদিত্য রায় চৌধুরী, প্রণব চৌধুরী, প্রদীপ কুমার দাশ (সান্টু), কৌশিক কুমার রক্ষিত, সুধীর চন্দ্র দে, তপন মণ্ডল, বাবুল দাশ, অমর দাশ, রাজু দাশ, রাজীব বৈদ্য, হারাধন মহাজন, লিটন কুমার চক্রবর্তী, প্রবীর দে, শুভ চক্রবর্তী, রাজিব মল্লিক, ভূপেন রায়, দ্বীপ ভট্টাচার্য্য, রতন কৃষ্ণ ধর, সুনীল কুমার দাশ, সাধন ভট্টচার্য্য, কৌশিক দাশ, সুভাষ মিত্র, বটন দত্ত, পিয়াল চৌধুরী, সানি দাশ, সুদীপ্ত নাথ, অভি দাশ, তপন কান্তি দাশ, শিমুল সেন, জগন্নাথ দাশ ঝর্না, ওম প্রকাশ দাশ (খোকন), সুজন কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।