পূবালী ব্যাংক লিমিটেডের ২৫ লাখ টাকার চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন আজাদীকে বলেন, ওই ব্যবসায়ির নাম মো. খিজির মিয়া। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম দুর্গাপুর বাজার এলাকার মৃত মন্নর আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, আছদগঞ্জের মো. লোকমান গণির মালিকানাধীন মেসার্স হাজী মোহাম্মদ আলী থেকে শুঁটকি মাছ কিনে ২৫ লাখ টাকার চেক দেন মো. খিজির মিয়া। পরে টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে মামলা করেন লোকমান গণি। মামলায় চট্টগ্রাম ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা জরিমানা করেন। ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পূবালী ব্যাংক লিমিটেডের চেক প্রতারণার মামলার আসামি মো. খিজির মিয়াকে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।