বেগম জিয়ার কিছু হলে দায়ভার সরকারকে নিতে হবে

বিক্ষোভ সমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নগরে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে নগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা’র উদ্যোগ গতকাল পৃথক কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে সংগঠনের নেতারা দাবি করেছেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দিয়ে সরকার মানবতাবিরোধী কাজ করছে।
নগর স্বেচ্ছাসেবক দল : নগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকারের মানবতা বলতে কিছু নাই। চিকিৎসার অভাবে যদি খালেদা জিয়ার কোন অঘটন ঘটে তার সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। প্রধান বক্তা নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমাদের নেত্রীর বিদেশে সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বেগম জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সভাপতির বক্তব্যে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, বেগম জিয়ার সুকিৎসার ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে গদিচ্যুত করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান দিদার, সিরাজ উদ্দিন, সেলিম রেজা, মোহাম্মদ আসলাম, হারুন আল রশিদ, পারভেজ আহমেদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া আলী মুর্তজা খান, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম.আবু বক্কর রাজু ও গোলাম সরওয়ার।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী। আবু সুফিয়ান বলেন, সারা দেশের মানুষের বুক ফেটে যাচ্ছে। মায়ের কিছু দেশবাসী এ অন্যায় মেনে নিবে না। সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সেলিম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী মুকুল, আরিফ বিল্লাহ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, সালাউদ্দিন সুমন, নঈম উদ্দিন চৌধুরী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন।
৩৮নং ওয়ার্ড বিএনপি : আগামী ৩০ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ৩৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এম.এ. আজিজ এস্টেট প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন। বক্তব্য রাখেন মাহাবুব আলম বাচ্চু, মোহাম্মদ হোসেন, নেজাম উদ্দিন, শাহেদা খানম, তাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, ইলিয়াছ, শহীদুল ইসলাম বাপ্পি, শাহনামা বাছা, আলী হাসান, আনোয়ার হোসেন ঝুনু, মাহাবুব আলম, কামরুদ্দিন, আবু রায়হান চৌধুরী, ফাতেমা কাজল, সুরাইয়া আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএকদিনের রিমান্ডে ১৪ জন