কোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

| বুধবার , ১০ এপ্রিল, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সিএমপি কোতোয়ালী থানার এসআই বাবলু কুমার পাল ও এএসআই সুজন বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয়ফোর্সসহ অর্থঋণ জারী -৫৯১/২৩ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মীর ইমরুল হাসান চৌধুরী পিতা মীর মোয়াজ্জেম হোসেন চৌধুরী মালিক মেসার্স ফেমাস এলুমিনিয়াম বিল্ডার্স ১০ শহীদ আব্দুল হালিম কলোনী এম এম আলী রোড থানা কোতোয়ালী জেলা চট্টগ্রামকে বাইজিদ থানাধীন DOHS এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধনগরীতে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার