নগরীতে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

| বুধবার , ১০ এপ্রিল, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে রাজু ঘোষ নামে ১টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১০ এপ্রিল) থানা নিশ্চিত করেছে, গতকাল গোয়ালপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

থানার সূত্রে আরও জানা যায়, সিএমপি কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম ও এএসআই রুবেল মজুমদার এবং R-21 অফিসার ফোর্সের সহযোগিতায় দায়রা- ৫৯৪/১১২, জিআর ১২২২/১২, কোতোয়ালী থানার মামলা নাম্বার ০৫(১০)১২, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) এর ০৯ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ঐ আসামি কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।

কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই প্রবীণ চিকিৎসকের মৃত্যু