বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অণূর্ধ্ব–১৬ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্যায়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম। তবে গতকাল কুমিল্লা জেলা দলের কাছে ৪ রানে হারা ম্যাচে প্রতিপক্ষকে ৭৭ রানে অল আউট করলেও নিজেরা অল আউট হয়েছে ৭৩ রানে। ফলে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। চট্টগ্রামের ব্যাটসম্যানদের মধ্যে একজন করেছে ২০ রান আর আরেকজন করেছে ১০ রান। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে প্রশ্ন দেখা দিয়েছে কেন বার বার এভাবে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে চট্টগ্রাম দলকে। অন্য জেলাগুলো যেখানে ক্রমশ এগিয়ে যাচ্ছে সেখানে চট্টগ্রাম যাচ্ছে পিছিয়ে। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর জানান তিনি আসলে এমন হারের কোন কারন খুজে পাচ্ছেননা। প্রথমে তিনি বোর্ডের নির্বাচন প্রক্রিয়াকে দুষলেও অন্য দল গুলোওতো বোর্ডের প্রক্রিয়ায় নির্বাচিত হচ্ছে। তাহলে তারা পারলে চট্টগ্রাম কেন পারবেনা। জবাবে তিনি বলেন এখনো আরেকটি খেলা বাকি আছে। সেটা শেষ করে দল ফিরলে কোচ এবং ম্যানেজারকে ডেকে কৈফিয়ত চাওয়া হবে। কেন এভাবে বারবার ব্যর্থ হচ্ছে দল।
তবে অনেকের অভিযোগ দলের কোচ, যিনি আবার বিসিবির চট্টগ্রাম জেলার দায়িত্ব প্রাপ্ত কোচ সেই মাহবুবুল করিম মিঠুর স্বেচ্ছাচারিতা আর একগুয়েমির কারণে দল ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন অনেকে। দল পরিচালনায় তার একক সিদ্ধান্ত, ভুল একাদশ নামানো সব মিলিয়ে দলে নেই কোন শৃঙ্খলা। গতকাল সিজেকেএস ক্রিকেট সম্পাদক জানিয়েছেন এই দলের সাথে কোচ মাহবুবুল করিম মিঠুর সাথে দুজনকে সহকারী হিসেবে পাঠাতে চেয়েছিল সিজেকেএস। কিন্তু সে দুজন যাননি। কারন হিসেবে তারা জানিয়েছেন কোচ হিসেবে যাকে পাঠানো হয়েছে সে মিঠু কারো কথা শুনেনা বা পরামর্শ নিতে চায়না।
সবকিছু তার নিজের মত করতে চায়। আর তাতে দল হচ্ছে ক্ষতিগ্রস্ত। সিজেকেএস ক্রিকেট সম্পাদক জানিয়েছেন দল ফিরলে কোচের কাছে এমন হারের ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে বিসিবির কোচ বাদ দিয়ে তাদের নিজেদের কোচ দিয়ে এখন থেকে দল পাঠানোর প্রস্তাব করবেন তিনি।
চট্টগ্রামের কর্মকর্তারা জোর গলায় বলেন তারা সারা দেশে সবচাইতে বেশি খেলাধুলা আয়োজন করে থাকে। কিন্তু কেমন খেলাধুলা আয়োজন করে থাকেন সেটা বুঝা যায় যখন জাতীয় পর্যায়ে কোন দল খেলতে যায়। প্রায়শই জাতীয় পর্যায় থেকে খালি হাতে ফিরতে হয় চট্টগ্রামকে। এবারে যেমন অনূর্ধ্ব–১৬ ক্রিকেট দল লক্ষীপুর আর কুমিল্লার কাছে হেরে বিদায় নিল। তবে বরাবরই বয়স ভিত্তিক ক্রিকেটের দল গঠন নিয়ে চলে নানা অভিযোগ। যদিও বিসিবির নির্বাচকরা দল গঠন করে। কিন্তু মাঠে গিয়ে নাকি ক্রিকেটাররা তাদের স্ব স্ব একাডেমির কোচদের কথামত মাঠে খেলে। যার পরিণতি দলকে ফিরতে হয় খালি হাতে ব্যর্থ হয়ে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপাই কি জানতে চাইলে সিজেকেএস ক্রিকেট সম্পাদক বলেন আসলে এ ব্যাপারে আমাদের ভাবতে হবে। কিন্তু কি ভাববে সেটা বুঝা বড় মুশকিল।