কোকেন মামলায় আরও দুজনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় চোরাচালান আইনে দায়ের হওয়া মামলায় আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, তৎকালীন চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার ও বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কমিশনার মুকিতুল হাসান। তিনি দুইটি জব্দ তালিকার সাক্ষী। মুকিতুল হাসানসহ অন্যান্য সরকারি সংস্থার উপস্থিতিতে কন্টেনারে রক্ষিত ড্রামের ভিতর কোকেন মিশ্রিত সূর্যমুখী তেল রাসায়নিক আলামত সংগ্রহ করা হয়। অপর সাক্ষী হলেন তৎকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল অফিসার ও বর্তমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী। তিনি বন্দরে জাহাজ আসা এবং জাহাজ থেকে এই কন্টেনারসহ অন্যান্য কন্টেনার চট্টগ্রাম বন্দরে নামানোর বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে এ দুজন সাক্ষ্য দেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোকেন কাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মাদক আইনের ধারায় ২৮ জন এবং চোরাচালান আইনের ধারায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনায় দায়ের করা মাদক আইনের মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধবাবুলের দুই আবেদন বিষয়ে আদেশ হয়নি