কেশুয়া আমার প্রাণ

আবু মুসা চৌধুরী | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

আমার কেশুয়া গ্রাম ছায়াঘেরা,
রূপবতী মনোহর সবচেয়ে সেরা।
কেশুয়া অমার প্রাণ-
জারি-সারি-ভাটিয়ালি গান।

মায়ার বাঁধনে ঢাকা তার চারিধার,
এমন স্বজন যেন-দরদী অপার।
কেশুয়া আমার হাসি-
আলো-ছায়া-ভালোবাসাবাসি।

এই কেশুয়ার কাছে-
অশ্রুত অনেক সুর আছে;

আমার কেশুয়া রোজ শুয়ে থাকে ভোরে,
শীতের কুয়াশা গাঢ় মাখা বাহুডোরে;
ফিঙের নাচন আহা জারুল গাছের শাখে,
কেশুয়াটা নিশিদিন ডাকে, কাছে ডাকে।

প্রজাপতি ডানা মেলে-
রঙে রঙে ওড়ে, খেলে,
আহ্‌ কী চঞ্চল,
ফড়িং-এর দল।

কেশুয়া আমার প্রাণ-মা ও মাটি
মধুমাখা সুখময় কী যে পরিপাটি ॥

পূর্ববর্তী নিবন্ধএকটা ভাষণ
পরবর্তী নিবন্ধসে এক অমরকাব্য