কেরানীগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন, আরো ১ জনের মৃত্যু

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জের একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সন্ধ্যায় রোজা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশু শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর বিডিনিউজের।

আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যান। গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল মৃত্যু হল শিশু রোজা মনির।

পূর্ববর্তী নিবন্ধসৌদি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে নির্মিত হচ্ছে জামে মসজিদ ও মাদ্রাসা