কেডিএস মুজিব বর্ষ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

কেডিএস মুজিব বর্ষ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ১ মার্চ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক, সিএমপি, চট্টগ্রাম এর সভানেত্রী শরমিন জাহান এবং কেডিএস এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে সিএমপির সকল স্তরের পুলিশ সদস্যরা একক ও দ্বৈত ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক ম্যাচে দুটি মাইলফলকে সাকিব
পরবর্তী নিবন্ধকোহলি কখনও ভাবেননি ১০০ টেস্ট খেলবেন