কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে

রাঙামাটিতে বিজয়া পুনর্মিলনীতে দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

দীপংকর তালুকদার এমপি বলেছেন, দেশের সকলকে অসামপ্রদায়িক চেতনা ধারন করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে আমাদের কোনো ধর্ম্বালম্বীরা যাতে কোনো ধরনের বৈষম্যর শিকার না হয় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রনতোষ মল্লিক।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙর থেকে বিদেশি মুদ্রা ডিজেল সিগারেটসহ আটক ছয়
পরবর্তী নিবন্ধমিশরে বাস খালে পড়ে নিহত ২১