রাসেল সোনা রোদের কণা
রাসেল আমার ভাই
যে দিকে চাই সেদিকে তার
দেখা আমি পাই।
সে হাসে ওই দূর আকাশে
তারার সাথে রোজ
চাঁদ হয়ে সে জোছনা বিলায়
করলে পাবে খোঁজ।
ফুল হয়ে সে সুবাস ছড়ায়
পাখি হয়ে গান-
গাইতে থাকে সকাল-বিকাল
জুড়ায় তাতে প্রাণ।
ভালোবাসার নদী হয়ে
জাগায় মনে ঢেউ
নেই বেঁচে আজ রাসেল সোনা
কেউ বলো না, কেউ।