কেউ পূজায় ব্যাঘাত ঘটালে কঠোর পদক্ষেপ

সীতাকুণ্ডে প্রস্তুতি সভায় বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

দুর্গাপূজা চলাকালে কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটালে তার বিরুদ্ধে তাৎক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোন ধরণের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে উপজেলার সব মন্দিরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে সাথে মাঠে থাকবে বিএনপি, জামায়াত নেতাকর্মীসহ পূজা কমিটির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুুুর্গোৎসবের প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

ইউএনও কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার মো. আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মডেল থানার ওসি মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, কাউন্সিলর সামছুল আলম আজাদ, উপজেলা জামায়াতের এসিস্যান্ট সেক্রেটারি কতুব উদ্দিন শিবলী, উপজেলা পূজা কমিটির আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব মনোজ কুমার নাথ, বৈসম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মো. ইমরান, বাবুল শাস্ত্রী বাবু, শিমুল দেব নাথ, সুনন্দা আচার্য্য, মিলন চন্দ্র দাশ, প্রদীপ দাশ, দোলন দাশ, শম্ভু দাশ, রাজেশ মিত্র, ছোটন দাশ, ইঞ্জিনিয়ার ধ্রুব দাশ, ইঞ্জিনিয়ার মিঠুন বৈষ্ণব, অর্জুন দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধপটিয়ায় বসতঘর থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট