বাঁশখালী পৌরসভাস্থ জলদী সার্বজনীন বোধিচৈত্য বিহারে বোধিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী যেমন দুর্নীতিকে প্রশ্রয় দেন না, তেমনি আমিও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছি। প্রতিটি সেক্টরে দুর্নীতি নির্মূল করতে হবে। তিনি বলেন, আমি এক টাকাও দুর্নীতি করবো না। উন্নয়নের টাকা পকেটে নিব না। সরকারের দেওয়া বরাদ্দ উন্নয়নকাজেই ব্যয় করবো। তাই কেউ দুর্নীতি করলেও ছাড় দেব না। পুরো উপজেলাকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাঁশখালী হিসেবে গড়ে তুলবো।
গতকাল শনিবার বিকেলে বাঁশখালী পৌরসভাস্থ ২নং ওয়ার্ড উত্তর জলদীর সার্বজনীন বোধিচৈত্য বিহারে আয়োজিত বোধিমেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক শিল্পী সুবল বড়ুয়ার সঞ্চালনায় বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহার প্রাঙ্গণে উপসংঘরাজ ও মৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁশখালী সার্বজনীন বোধি চৈত্য বিহারের অধ্যক্ষ সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাস্থবির। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েস সরোয়ার সুমন, সাংবাদিক রাহুল দাশ নয়ন। সভায় সংবর্ধিত অতিথি ছিলেন জ্যোতিষবিজ্ঞানী ড. মাধব আচার্য্য। অনুষ্ঠান প্রধান ধর্মদেশক ছিলেন কথাশিল্পী দিপঙ্কর থের ও একক সদ্ধর্মদেশনা করবেন শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহারের পরিচালক প্রজ্ঞারত্ন থের। খবর প্রেস বিজ্ঞপ্তির।