কৃষিতে প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বেড়েছে

কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার মীরেরখীল গ্রামের কৃষক-কৃষাণী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মির বাড়ি সংলগ্ন এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এই মাঠ দিবসের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষিতে প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের কারনে উৎপাদন অনেক গুন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কৃষি উৎপাদনে কলা কৌশল পরিবর্তন হয়েছে। ফলে এক সময় প্রতি কানি জমিতে ধান উৎপাদন হত ৩০-৩৫ আড়ি। উন্নত বীজের ব্যবহার ছিলনা। বর্তমানে উন্নত বীজের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির বদৌলতে প্রতি কানি ফসলি জমিতে ধান উৎপাদন ৩/৪ গুণ বৃদ্ধি পেয়েছে। তাই কৃষিতে উৎপাদন বৃদ্ধি জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। নতুন প্রজাতির ৮৭ নং ধান রোপন করে দেখা গেছে প্রতি কানি জমিতে ৮৯-৯০ আড়ি ধান উৎপাদন হয়েছে। বক্তারা এই ধানের চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন। মাঠ দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আল মামুন সিকদার। প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার আবু কাউসার মো. সরোয়ার, প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা। উপসহকারী কৃষি কর্মকতা মো. জামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন, মো. জাহেদ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্রোহীদের চিহ্নিত করতে আ. লীগের তদন্ত কমিটি