কৃষক কেন অবহেলিত?

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

যাঁর হাতের পরিশ্রমে জমিতে সোনা ফলে, যাঁর ঘামে গড়ে ওঠে আমাদের অন্নের ভাণ্ডার সেই কৃষকই আজ সমাজের সবচেয়ে অবহেলিত এক শ্রেণির মানুষ। দিনের আলো ফোটার আগেই যিনি মাঠে নামেন, প্রখর রোদ কিংবা ঝড়বৃষ্টির মধ্যেও যিনি মাথা নত না করে শস্য ফলান, তাঁর ভাগ্যে জোটে না ন্যায্য দাম, জোটে না নিশ্চিত ভবিষ্যৎ। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ফসল বিক্রি করে পান না লাভের মুখ; বরং লোকসানে ডুবে যায় তাঁর আশা।

আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ কিংবা সরকারি সহায়তা থেকেও তিনি প্রায়শই থাকেন বঞ্চিত। শহরে যখন উন্নয়নের বিলবোর্ড ঝলমল করে, তখন গ্রামের কৃষক মুখ নিচু করে হাঁটে কারণ তাঁর জীবনের উন্নয়ন নিয়ে কারও মাথাব্যথা নেই। অথচ খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান, এমনকি অর্থনীতির চালিকাশক্তি হিসেবেও কৃষির অবদান অনস্বীকার্য। এখন সময় এসেছে কৃষককে শুধু ‘খাদ্য যোগানদাতা’ নয়, ‘জাতির সম্মানিত স্থপতি’ হিসেবে মর্যাদা দেওয়ার। কারণ, কৃষককে অবহেলা করা মানেই জাতির ভিত্তিকে দুর্বল করা; আর কৃষকের উন্নয়ন নিশ্চিত করলেই গড়ে উঠবে সত্যিকারের টেকসই ও মানবিক বাংলাদেশ।

রাশেদুল ইসলাম আকিব

শিক্ষার্থী,

ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধখালেদ চৌধুরী : নাট্য ব্যক্তিত্ব ও লোকশিল্প সংগ্রাহক
পরবর্তী নিবন্ধআমি মানুষ