কৃষকদের উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার

চন্দনাইশে সার ও বীজ বিতরণে নজরুল এমপি

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, কৃষি প্রধান দেশের কৃষকদের উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হতো। আর বর্তমান সরকার কৃষকদের ঘরে ঘরে সার পৌছে দিচ্ছেন। সারের পিছনে কৃষকদের দৌঁড়াতে হয়না। ফলন বৃদ্ধির লক্ষে কৃষকদের উচ্চ ফলনশীল বীজও প্রদান করা হচ্ছে।

তিনি গতকাল খরিপ-২/২০২২-২৩ মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে চন্দনাইশ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) গালিব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প প কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানী, এস এম সায়েম, খোরশেদ আলম টিটু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, সম্রাট চৌধুরী, সিরাজুল কাফি চৌধুরী, কৃষক নেতা ফরিদুল আলম, কাজী মফিজুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার মাধ্যমে এগিয়ে আসলে নারীদেরকে ফিস্টুলামুক্ত করা সম্ভব
পরবর্তী নিবন্ধএসএসএমইর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে পদ্মা সেতু