সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সহ-সভাপতি, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য ও সাবেক ফুটবলার মো. ইকবাল হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ইকবাল গতকাল সোমবার বিকাল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা নামাজে জানাযা শেষে দক্ষিণ ইদিলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, মো. কাশেম, মনোয়ার মুন্না, রাশেদ, বলি, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক তফজল আহম্মদ, যুগ্ম-আহ্বায়ক জহরুল আলম, পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী ও সাধারণ সম্পাদক সামছুল আলম আজাদ গভীর শোক প্রকাশ করেন।