কুসুমপুরায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ পেল হাজারো রোগী

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ার কুসুমপুরা ইউপির হরিণখাইনে মরহুম হাজী বাদশা মিয়া ফাউন্ডেশনের উদ্যোগ ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ পেল হাজারো দরিদ্র রোগী। গত শুক্রবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকা থেকে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।এ উপলক্ষে মরহুম হাজী বাদশা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন সওদাগর,অ্যাডভোকেট পারভিন আক্তর, হাজী নুরুল ইসলাম, হাজী জাহাঙ্গীর আলম, আবু বক্কর, সালেহ আহমেদ। ক্যাম্প পরিচালনা করেন ডা.খোরশেদ আলম। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. এমদাদুল হাসান, ডা. মো. মিজানুর রশিদ তালুকদার, ডা. জিয়া উদ্দিন আহমদ, ডা. মো. আবু সুফিয়ান, ডা. মোহাম্মদ রাকিবুল হাসান, ডা. সাজ্জাদ ওসমান।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সাজাপ্রাপ্তসহ ৯ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমধ্য মাদার্শা আকবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা