কুসংস্কার পরিবর্তন করতে নারী শিক্ষার বিকল্প নেই

কাটিরহাট মহিলা কলেজের অনুষ্ঠানে ড. ইফতেখার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ নারী শিক্ষা বিস্তারে এক অনন্য আলোকবর্তিকা। কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে একটি আধুনিক ও যুগোপযোগী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে নারী শিক্ষার কোন বিকল্প নেই। মানবতাবাদী ও মানবিক সমাজ গঠনের জন্য পুরুষের সাথে নারী সমাজকে এক যোগে কাজ করতে হবে। তিনি গত শনিবার হাটহাজারীর কাটিরহাট মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. মাহমুদুল হকের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্মারক গ্রন্থ চিরঞ্জীব এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল কুদ্দুস। বক্তব্য রাখেন আবু হানিফ, শাহনেওয়াজ হোসেন চৌধুরী, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, রিয়াদ রশীদ রনি, নাঈমুল ইসলাম লিটন, শিক্ষার্থী খাদিজা বিনতে ইউসুফ, মোব্বাসিয়া চৌধুরী নাবিলা, ফারহানা ইসলাম মাওয়া। উপস্থিত ছিলেন ডা. চিত্ত রঞ্জন নাথ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ফনি ভূষন মজুমদার, মোস্তফা কামাল পাশা প্রমুখ। শেষে কলেজ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি তরুণ সংঘের বিজয়ের সুবর্ণজয়ন্তী
পরবর্তী নিবন্ধচসিকের ওয়ার্ড সচিব দগ্ধ রিফাতের মৃত্যু