কুষ্টিয়ার কিশোর গ্যাংয়ের তিনজন চট্টগ্রামে গ্রেপ্তার

স্কুলে ঢুকে কোপানোর ঘটনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৪৬ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের সামনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবিরকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়া জেলার কোতোয়ালী থানার পূর্ব মজমপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. সংগ্রাম হোসেন সাইফ (১৯), মিরপুর থানার বেলগাছি গ্রামের আবদুস সবুর বিশ্বাসের ছেলে মুহাম্মদ নাফিস ফুয়াদ (১৯) ও কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে তামিম শাহরিয়ার (২২)। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবিরকে গত ১৩ জুন দুপুরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এলাকার কিশোর গ্যাং লিডার সংগ্রামসহ তার সহযোগীরা।

ওই গ্যাংয়ের নাম ‘বিএসবি’। প্রকাশ্যে শিক্ষকদের সামনেই কোপানো হয় আবিরকে। এ সময় শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ওপরও চড়াও হয় কিশোর গ্যাং। তারা স্কুলের দুটি ভবনের অনেকগুলো কক্ষের জানালার কাঁচ ভেঙে দেয়। আহত আবির বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার ৭৫০ ইয়াবা ও চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধসিসি ক্যামেরার ফুটেজে তিন যুবক