নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও খাজা রোডে নৌকা ও ঝুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী সাহেদ ইকবাল বাবু।
এসময় গণসংযোগে অংশগ্রহণ করেন ইউছুপ (সর্দার), আজিজুল হক মিয়া, মো. বখতিয়ার, মো. মান্নান, মো. শামসুল আলম, দোলন কুমার বিশ্বাস, মো. রিমন আবেদীন, মো. জিকু, মো. জাহাঙ্গীর, মো. ইউনুছ, মো. মনির হোসেন, মো. ওসমান গনি, মাসুদ রানা, রাসেল, আক্তারুজ্জামান নাহিদ, ইমন, রিফাত, বাবুল, পলাশ বিশ্বাস, স্বপন দাশ, টিটু বিশ্বাস, শৈবাল দাশ বিধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগকালে সাহেদ ইকবাল বলেন, জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিগত ৫ বছর সেই নীতিকে সমুন্নত রেখে এলাকার কাজ করেছি এবং ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।