কুরবানি

জসিম উদ্দিন খান | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

পশুর হাটে যাবার আগে
মনের হাটে চলি,
সবার আগে মনের ভিতর
পশুত্ব দূর করি।

গরিব দুঃখির রক্ত চুষে
দিন যদি যায় কেটে,
কি হবে আর আস্ত পশু
পাড়াশুদ্ধ বেটে?
বাইরের আলো জ্বালার আগে
মনের আলো জ্বালি।

হক হালাল ইনসাফ ভুলে
থাকবো কি আর সুখে?
ভাইয়ে ভাইয়ে মুখ না দেখে
জপ করিলে মুখে।
তিল পরিমান হিংসা হলে
তাকেই আগে ভুলি।

২.
কুরবানি মানে-
স্রষ্টার প্রেমে,
প্রিয় সুখের নাশ;
পুত্রভূমিতে, পিতার-
প্রভুভক্তির চাষ।

ইব্রাহীম নবীকে আল্লাহ স্বপ্নে দেখালেন
আল্লাহর নামে প্রিয় জিনিস কুরবানী চাইলেন।
ভেবে চিন্তে, প্রিয়পুত্র ইসমাইলকে নিয়া
ছুরির নিচে প্রিয় ধনরে,
দিলেন শোয়াইয়া।
খোদা প্রেমের পরীক্ষাতে-
নবী হলেন পাস।

প্রতিবছর খোদাপ্রেমের কঠিন পরীক্ষাতে
বসতে হবে খোদার রাহে, প্রিয় কুরবানীতে।
গোশ পরোটা, ভুনা কাবাব, যতই হবে খাওয়া
আল্লাহর কাছে পৌঁছে না তা,
পৌঁছে তাকওয়া।
সুখের দিনে ত্যাগের বাদ্যি-
বাজে জিলহজ্ব মাস।

পূর্ববর্তী নিবন্ধসুখলতা রাও: শিশুসাহিত্যের নন্দিত শিল্পী
পরবর্তী নিবন্ধকোরবানির দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন