কুমিল্লা থেকে আসামি মামুন গ্রেপ্তার

৪৬ লাখ টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিজ মালিকের ঠিকাদারি প্রতিষ্ঠান লাকী এন্টারপ্রাইজ নামে একটি ভুয়া ব্যাংক একাউন্ট খুলে প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন গত ১৭ এপ্রিল প্রায় ৪৬ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক ভুক্তভোগী ব্যবসায়ী আকরাম হোসেন বিষয়টি অবগত হয়ে নগরীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে চকবাজার থানার এসআই ফিরোজ আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাকসাম এলাকা থেকে আসামি মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

২০১৮ সাল থেকে লাকী এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মামুন। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় চাচাতো বোনকে জবাই করে হত্যা
পরবর্তী নিবন্ধঅগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচার হবে : তথ্যমন্ত্রী