ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেন চট্টগ্রাম মেইল লাইনচ্যুত হয়েছে। এতে রেলে থাকা শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। রোববার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট ও লাকসাম স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. বোরহান উদ্দিন আজাদীকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম মেইল ট্রেন ১১
মার্চ রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা জেলার লাকসাম ও নাঙ্গলকোট স্টেশন পার হওয়ার সময় লাইনচ্যুত হয়। এসময় ট্রেনে থাকা শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়ে। পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করে। এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় লাইনচ্যুত বগিটিকে লাকসামে রেখে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনে থাকা আবদুল আলিম নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণে এমনিতে ক্লান্ত ছিলাম। রেল লাইনচ্যুতির ঘটনায় প্রায় চার ঘণ্টা আটকে ছিলাম। কী পরিমাণ ভোগান্তি তা বলার ভাষা নেই।












