কুমিরায় ৫০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আউশ প্রণোদনার আওতায় কুমিরায় চলতি মৌসুমে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্ত্তিক কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার কুমিরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিতরণকালে উপস্থিত ছিলেন- কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সওদাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কান্তি ধর, জয়ন্তি রায়, ইউপি সদস্য সালাউদ্দিন, কামাল উদ্দিন, হারুনুর রশিদ, খুরশিদ আলম, জসিম উদ্দিন, আলাউদ্দিন, খোরশেদ আলম, ইউপি সচিব সৌভন ভোমিক প্রমুখ। প্রণোদনা বিতরণকালে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, চলতি আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪শ কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় এক বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ২০কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধার দাফনে রাষ্ট্রীয় মর্যাদায় অবহেলার অভিযোগ
পরবর্তী নিবন্ধশরীফ হোসেন