কুতুব শরীফ দরবারে বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারে বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কুতুব শরীফ দরবারের পরিচালক শাহ্‌জাদা শেখ ফরিদ আল- কুতুবী (মা.জি.আ.) কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ শেখ আকতারুল হক, লায়ন জাহেদুল করিম বাপ্পী, কাজী গোলাম মোস্তফা, আবদুল জব্বার, কায়ছার উদ্দীন আল-মালেকী, রেজাউল হক গোফরান, আরিফুল ইসলাম, মাকছুদুল আলম, বোরহান উদ্দীন মালেকী, মনিরুল ইসলাম, জিয়াউল হক মালেকী, আসহাব উদ্দীন মালেকী, জাহেদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরমবন্ধু। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনযুক্ত বাতাস সরবরাহ করে। গাছের নির্যাস থেকে ওষুধ তৈরিতে সহায়তা করে। শিক্ষা সামগ্রী এবং আসবাব পত্র তৈরিতে সহায়তা করে। কুতু্‌ব শরীফ দরবারের প্রতিষ্ঠাতা, আধ্যাত্ম পরিমন্ডলের জ্যোতিষ্ক হজরতুল আল্লামা শাহ্‌ আবদুল মালেক আল-কুতুবী রহ. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের চারা রোপণ ও পরিচর্যা করেন। তাঁর মহৎ কাজটির প্রতি উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা শরীক হতে পেতে নিজেদের গর্বিত মনে করছি। আসুন, আমরা পরিবেশ বান্ধন জীবন গড়তে বৃক্ষরোপণ করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় মসজিদ থেকে ১১টি সিলিং ফ্যান চুরি
পরবর্তী নিবন্ধভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান কেরালায়