কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় সুশীলা দাশ (৩৬) নামের এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলী আকবর ডেইল ও বড়ঘোপ ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলী আকবর ডেইল তবলেরচর গ্রামের আবু জাফরের পুত্র শাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের আব্দুস ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)। এছাড়া বজ্রপাতের শব্দে আহত সুশীলা দাশ (৩৬) নামের এক নারী কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তবলেরচর গ্রামে শাহাব উদ্দিন লবণের কার্গো বোটে লবণ তোলার সময় বজ্রপাতের কবলে পড়েন। অপর দিকে কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক পটুয়াখালীর সাহাব উদ্দিন বজ্রপাতের ঘটনায় নিহত হন। এদিকে বজ্রপাতের আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন সুশীলা দাশ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার বলেন, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং একজন নারী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।