কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া (৭) স্থানীয় সাদ্দাম হোসেনের মেয়ে। এর তিনদিন আগে গত শুক্রবার একদিনেই পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত চলতি বছরে ৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ১ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে ফারিয়া পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এর মাত্র তিনদিন আগে গত শুক্রবার একদিনেই এই দ্বীপ উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ার কামাল হোসেনের শিশু পুত্র রিফাত (৪), একই ইউনিয়নের আশার হাজীর পাড়ার সাদ্দাম হোসেনের শিশু কন্যা জান্নাতুল মাওয়া (১) ও উত্তর কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল হাসানের কন্যা সুমাইয়া (৩) পুকুরের পানিতে ডুবে মারা যায়। কুতুবদিয়া উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এনিয়ে চলতি বছর গত ১০ মাস ৪ দিনে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। গত বছর (২০২০ সালে) একই কারণে অন্তত ৮০টি শিশুর মৃত্যু হয়।