কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরো এক রোহিঙ্গা যুবককে গলা কেটে খুন করা হয়েছে। রবিবার রাতে কোনো এক সময় এই যুবককে খুন করে তার মরদেহ বাড়ির ভেতর রেখে দেয় প্রতিপক্ষ গ্রুপ। পুলিশ গতকাল সোমবার বিকেলে গিয়ে ঐ বাড়ি থেকে মো: ইয়াছিন (২৫) নামের ঐ রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহটি ওই ওই ক্যাম্পের মোহাম্মদ নাসিমের ছেলের। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের
ডি-৪/২ওয়েস্ট ব্লক থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি/তদন্ত গাজী সালাহউদ্দিন বলেন, মৃতদেহটির ঘাড়ে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে গত ৫ দিনের ঘটনায় ক্যাম্পে ১ নারীসহ ৪ জন খুন হয়েছে। আহত হয়েছে ৪৫ জনের বেশি রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু। এ নিয়ে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে।