কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্প্রতি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিধি ছিলেন বিদ্যামন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব সিংহ।
বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য বাসুদেব সিংহ এবং শিক্ষানুরাগী সদস্য মনসুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক পিম্পু কুমার বড়ুয়া।
বক্তারা এসএসি পরীক্ষার্থীদের শতভাগ সফলতা কামনা করেন এবং বিদ্যামন্দিরের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগীত পরিবেশন করেন বিদ্যামন্দিরের ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।