কুকুর মেরে ইউপি কার্যালয়ে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়ন পরিষদে পাহারারত কুকুরকে হত্যা করে ইউপি ভবনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল পরিষদ ভবনের সচিবের কক্ষে জানালার লোহার রড কেটে ভিতরে প্রবেশ করে চারটি কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এছাড়া তছনছ করে রেখে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। গতকাল বুধবার সকালে পরিষদের কর্মকর্তাকর্মচারীরা পরিষদে এসে এ ঘটনা জানতে পারেন। ধারনা করা হচ্ছে আগের রাতেই এ ঘটনাটি ঘটিয়েছে চোরের দল। ইউপি সচিব মো. রহমতুল্লাহ জানান, সকালে এসে দেখতে পাই আমার কক্ষের সমস্ত জিনিসপত্র ও নথিপত্র এলোমেলো। ডেস্কটপ কম্পিউটারের মনিটর ও ২টি সিপিইউ নেই। চোরের দল আমার কক্ষে পেছনের দরজা ভেঙে ঢুকেছে। তারা ডেস্কটপের সিপিইউ খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে খোলস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পরিষদের বাইরে রেখে গেছে। এছাড়া উদ্যাক্তার কক্ষের সামনের দরজা ভেঙে মালামাল তছনছ করে ওই কক্ষের দুইটি ল্যাপটপ নিয়ে গেছে। তিনি আরও জানান, পরিষদের বারাদ্ধায় সব সময় একটি বিশ্বস্ত কুকুর থাকে । এটি পাহারাদারের মত কাজ করে। সেটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে চোরের দল। কুকুরটির রক্ত পরিষদের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, এক বছর ধরে ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরাগুলো অচল হয়ে পড়ে রয়েছে। চুরির ঘটনায় বিভিন্নস্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বোয়ালখালী থানার উপপরিদর্শক মো. রিযাউল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিষদের পাহারাদার ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছয় মাসে প্রাণ ফিরে পেল সাপে কাটা ৪৫ রোগী
পরবর্তী নিবন্ধআইয়ুব বাচ্চু স্মরণে সিএমবিএ’র দোয়া মাহফিল