কুকুর বাঁচাতে গিয়ে টেক্সি খাদে

একই পরিবারের ৪ জনসহ আহত ৫

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গোরকঘাটা-জনতা বাজার প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোরকঘাটা-জনতা বাজার সড়কের জামালপাড়া নামক স্থানে একটি দ্রুতগামী সিএনজি টেক্সির সামনে হঠাৎ একটি কুকুর ছুটে আসে। এ সময় কুকুরকে বাঁচাতে গিয়ে টেক্সিটি উল্টে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ মোট ৫ জন আহত হন।
আহতরা হলেন রাজয়ার ঘোনা গ্রামের মৃত করিম বকসু মেম্বারের ছেলে ওবায়দুল হক (৩০), তার চাচি মমতাজ বেগম (৬০), ভাই হাফেজ সিরাজুল হক (৩৫) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) ও অজ্ঞাতনামা সিএনজি ড্রাইভার। তারা সিএনজি অটোরিকশাযোগে কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ায় জনৈক নিকট আত্মীয়ের জানাজা নামাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে ১ লাখ প্রিপেইড মিটার বসানোর কাজ
পরবর্তী নিবন্ধনারীর ছয় টুকরা লাশ ফার্মেসি মালিক গ্রেপ্তার