ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকের শিশুর মধ্যে লুকিয়ে আছে আগামীর সম্ভাবনার বীজ। একজন শিশু যা দেখে তা তার পরবর্তী জীবনে প্রতিফলিত হয়। আমাদের শিশুদের প্রতি ইদানীং যে আচরণ পরিলক্ষিত হচ্ছে তা সত্যি উদ্বেগজনক। যে হারে শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা সত্যি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে ব্যথিত এবং শংকিত করছে।
কী হবে আমাদের শিশুদের ভবিষ্যত? যে শিশু বেড়ে উঠছে ভয়ের মধ্যে যা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে সহায়তা নয়। তারপর শিশুদের উপর বাড়তি পড়ার চাপ। মা বাবার চাহিদা অনুযায়ী রেজাল্টের জন্য শিশুদের থাকতে হয় আতঙ্কের মধ্যে। আর একটা সমস্যা আমাদের শিশুরা যে হারে ঘরকুনো স্বভাবের হয়ে যাচ্ছে তা সত্যি উদ্বেগ জনক। এর অন্যতম কারণ হচ্ছে খেলার মাঠের অভাব এবং মোবাইল গেইম এবং টেলিভিশনের উপর আসক্তি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্র এবং সমাজ, আমাকে, আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি শিশু এভাবে বড় হয়ে উঠলে আমাদের আগামী ভবিষ্যত এক অনিশ্চিতের পথে দিকে এগিয়ে যাবে যা কারো জন্য সুখকর হবে না বলে মনে করি।