অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা হোক

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

আমাদের দেশের আনাচে-কানাচে দেখা মিলে অসংখ্য ইটভাটা। দেশে ইট তৈরির পুরানো পদ্ধতি চালু থাকায় এই ইট ভাটাগুলোর কালো ধোঁয়া প্রতিমুহূর্তে বিষাক্ত করে তোলে বায়ুকে। নষ্ট হচ্ছে ফসলি জমি, ধ্বংস হচ্ছে পাহাড় ও গাছপালা। দেশে বর্তমানে ৭ হাজার ৯০২ টিরও বেশি ইটভাটার কার্যক্রম চলছে। এর মধ্যে ২০০টির বেশি অবৈধ। অজস্র এসব ইট ভাটাগুলোর নেই কোনো পর্যাপ্ত তদারকি, যার কারণে বেড়েই চলেছে দিন দিন ইট ভাটার সংখ্যা। ইট ভাটাতে ব্যবহৃত হয় আমদানিকৃত নিম্নমানের কয়লা, যা পোড়ানো হলে অসংখ্য ছাই তৈরি হয়। ইটভাটা থেকে বায়ুমণ্ডলে দূষিত উপাদান যুক্ত হচ্ছে। গবেষণায় জানা যায়, ইটভাটার কালো ধোঁয়ার কারণে বায়ুতে মিশ্রিত পার্টিকুলেট ম্যাটার নামক একধরনের বিষাক্ত উপাদানের কারণে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে। এটি মানুষের শ্বাসনালির মাধ্যমে মানবদেহে প্রবেশ করে রেসপিরেটরি সিস্টেমকে ক্ষতি করে, যা মানবদেহের রোগ – প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তাছাড়া ইটভাটার বর্জ্য পদার্থগুলো যখন নদী-সাগরে ফেলা হয়, যা জলজ উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে পরবর্তীতে খাদ্যশৃঙ্খলের সাহায্যে মানবদেহে প্রবেশ করে। তাই এসব ইটভাটাগুলোকে যথার্থ পর্যবেক্ষণের আওতাই আনা হলে একদিকে যেমন বায়ু দূষণ কমবে, অন্যদিকে কমবে জনস্বাস্থ্যের ঝুঁকিও। সরকারের উচিত এসব অবৈধ ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়ার মত জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা, যা জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে কার্যকরী ।
আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধবেণীমাধব বড়ুয়া : বৌদ্ধশাস্ত্রজ্ঞ ও দার্শনিক
পরবর্তী নিবন্ধকী হবে আমাদের শিশুদের ভবিষ্যৎ