ভেবেছিলাম ভাসুরের (মাঝিরঘাট এনসিসি ব্যাংক সংলগ্ন রাস্তাটির) নাম আর মুখে আনবনা কারণ ভাসুরের নাম নাকি মুখে নিতে নেই।
এমন এক সিটিতে এই রাস্তাটি অবস্থিত যে সিটির মেয়র নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার থাকে “ স্বপ্নের মেগা সিটি” “মিনি সিঙ্গাপুর” কিংবা “ডিজিটাল শহর” আর নির্বাচনের পর মেয়রগণ হয়ে যান শাসক, তারা আর জনসাধারণের কথা শুনতে চান না।
এই একটি রাস্তা মেরামত করার জন্য দৈনিক আজাদীতে ৩-৪ দিন পর পর ছবি দিয়ে ক্যাপশন করা হয়, সচিত্র প্রতিবেদন হয় এবং আমাদের মতো ভুক্তভোগীগণ এর সমাধান চেয়ে বিভিন্নভাবে লেখালেখি করে উপরমহলের নজরে আনতে চান কিন্তু বাস্তব বড়ই নির্মম!
আধ-কিলোমিটারেরও কম একটি রাস্তা মেরামতে দায়িত্বশীল কর্পোরেশনের এহেন নীরবতা অন্ধকার এক ভবিষ্যতের বার্তাই দেয় আর এ কারণেই আমি সজ্ঞানে প্রতিজ্ঞা করলাম জীবদ্দশায় এই সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আর ভোটাধিকার প্রয়োগ করব না (অবশ্য এখন জনগণের ভোট মূখ্য নয়)
এ রাস্তা দিয়ে যে সকল পথচারী চলাচল করেন তাদের আত্মার কষ্টটা বোঝার এই শহরে কেউই নেই। মহামারি করোনার এ পরিস্থিতিতে নিয়মিত ফলের রস ও গরম চা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।