অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে অপর শক্তিশালী দল আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। নিজেদের প্রথম খেলায় কিষোয়ান ৩-১ গোলে চট্টগ্রাম জেলা পুলিশকে হারিয়েছিল। দুই জয়ে কিষোয়ান ৬ পয়েন্ট পেল। অন্যদিকে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব সমান খেলায় ৩ পয়েন্ট পেয়েছে। গতকাল খেলার প্রথমার্ধে এই দু’দলের খেলা ১-১ গোলে ড্র ছিল। খেলায় প্রথম এগিয়ে যায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। খেলার ৭ মিনিটে সোহেল রানা গোল করলে নওজোয়ান ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর আরো একটি সুযোগ পেয়েছিলেন সোহেল রানা। কিন্তু ওপেন নেট মিস করেন তিনি। খেলার ১৯ মিনিটে সে গোল শোধ করে দেন কিষোয়ানের রিয়াজউদ্দিন সাগর (১-১)। খেলায় সমতা আসার পর কিষোয়ান আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। এ থেকে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। কিষোয়ানের ইকবাল গোলমুখে সহজ সুযোগ মিস করেন। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এগিয়ে যায় কিষোয়ান। রিয়াজউদ্দিন সাগর নিজের এবং দলের গোল সংখ্যা দ্বিগুন করেন (২-১)। এ গোলের ২ মিনিট পরেই ফাউলের অজুহাতে একটি ফ্রি কিক পায় কিষোয়ান। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নওজোয়ানের খেলোয়াড়রা। ফ্রি কিক থেকে বল যায় বঙে। সেখানে ইকবাল বল পান এবং বাম পায়ের পুশে বল জালে দেন। কিষোয়ান এগিয়ে থাকে ৩-১ গোলে। ৮১ মিনিটে আক্রমনে উঠে নওজোয়ান। কিন্তু বক্সে ফাউল করে কিষোয়ান ডিফেন্ডাররা। রেফারী পেনাল্টির নির্দেশ দেন নওজোয়ানের পক্ষে। সে থেকে সাইফ রহমানের পেনাল্টি শট জালে আশ্রয় নিলে ব্যবধান কমে ৩-২ হয়। ৮৮ মিনিটে খেলায় সমতা আনার শেষ সুযোগ পায় নওজোয়ান। ফ্রি কিক লাভ করে তারা। বঙের একটু বাইরে থেকে বদলি সাকিব হোসেনের বাম পায়ের বাক খাওয়ানো দুর্দান্ত শট ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়। খেলায় সহকারী রেফারীর অফসাইড সিদ্ধান্ত নিয়েও বিতর্ক উঠে।
গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় রিয়াজ উদ্দিন সাগর। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ।
একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম ১ম খেলায় কল্লোল সংঘ ১-০ গোলে রাইজিং ষ্টার ক্লাবকে পরাজিত করে। খেলার ৮৫ মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাফা। কল্লোল সংঘের এটি প্রথম জয়। তারা নিজেদের প্রথম খেলায় পরাজিত হয়েছিল। ২ খেলা শেষে কল্লোল সংঘের পয়েন্ট ৩। অন্যদিকে রাইজিং স্টার ক্লাবের এটি টানা দ্বিতীয় পরাজয়। প্রথম খেলাতেও তারা হেরে গিয়েছিল। ২ খেলা শেষে তাদের পয়েন্ট শূন্য।
গতকালের এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাফা। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিডিএফএ এর নির্বাহী সদস্য, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত।
আজ দুপুর ২.৪৫ টায় চট্টগ্রাম জেলা পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পরস্পরের মোকাবেলা করবে।