কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি (অনূর্ধ্ব-১৫) কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল ২০ জুন দুপুর ২টা থেকে শুরু হয়। বাছাই কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, কোষাধ্যক্ষ মোহা. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, কাউন্সিলর আলী আকবর প্রমুখ। গতকাল ‘এ’ গ্রুপের ৪টি দল যথাক্রমে আলোর ঠিকানা, চ.ব.ক ক্রীড়া সমিতি (সাদা), ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগামী ২২ জুন পর্যন্ত অন্য দুই গ্রুপের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্যারাগুয়ের বিপক্ষে কাল মাঠে নামছে আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজকের খেলা