প্যারাগুয়ের বিপক্ষে কাল মাঠে নামছে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। যেখানে একটি ম্যাচে ড্র করেছে আর জিতেছে একটি ম্যাচ। গ্রুপের শক্তিশালী দুই প্রতিপক্ষের মধ্যে চিলির সাথে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে। কিন্তু দুই ম্যাচে মোটেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি আর্জেন্টাইন স্ট্রাইকাররা। দুই ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছে আর্জেন্টিনার স্ট্রাইকাররা। যেখানে একটি করেছেন মেসি। তাই প্যারাগুয়ের বিপক্ষে প্রথম একাদশে পরিবর্তণ আনতে পারে আর্জেন্টিনার টিম ম্যানেজম্যান্ট। সেক্ষেত্রে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে সার্জিও অ্যাগুয়েরোকে বেছে নিতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে ড্র দিয়ে কোপা আমেরিকা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে স্কালোনির দল। চিলির বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামানো হয়েছিল অ্যাগুয়েরোকে। মাত্র মিনিট দশেক খেলার সুযোগ পেয়েছিলেন অ্যাগুয়েরো। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বদলি হিসেবেও নামা হয়নি ম্যানচেস্টার সিটি ছেড়ে কদিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফরোয়ার্ডের। প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে সুযোগ পেলে এক বছর, সাত মাস ৩ দিন পর আর্জেন্টিনার প্রথম একাদশে ফিরবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যান্ড্রয়েড স্বাস্থ্য অ্যাপের ১০টির মধ্যে নয়টিতেই গলদ
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু