বকুলতলায় নূপুর পায়ে খুকুমণি ভোরে
রঙ ছড়িয়ে সূর্য ওঠে পুব কিনারে।
আকাশ রাঙা রঙের হোলি পুকুরে জলকেলি,
পদ্মপাতায় ডাহুক চলে ডানা দুটো মেলি।
হরিৎবরণ ফড়িং উড়ে পদ্মফোটা ঝিলে,
বোঁ বোঁ গুঞ্জনে ভ্রমরেরা মিলে।
রোদের হাটে মেঘের সাথে নিত্য দেখা,
প্রজাপতি রংবাহারী ফড়িংও নয় একা।
নিত্য তাদের মেলা বসে নীল পাহাড়ের গায়,
মেঘের সাথে নীলের খেলা বৃষ্টিতে গড়ায়।
জলধোয়া সবুজ বনে টিয়ের বসবাস,
লাল সবুজের মেলা বসে সেথায় বারোমাস।
মনটা আমার হারিয়ে যায় এই অবুঝবেলা,
শিষ বাজিয়ে ডাকে আমায় হারানো কিশোরবেলা।