কিডনি রোগীদের চিকিৎসা সংকট উত্তরণে ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি

রোগী কল্যাণ সংস্থার মতবিনিময়ে বক্তারা

| শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক বোরহান এইচ চৌধুরীর সাথে গতকাল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিইসি ক্যাম্পাসে কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বোরহান এইচ চৌধুরী চট্টগ্রামে উন্নত চিকিৎসা ও মানসম্পন্ন ডায়ালাইসিস বিশেষ করে লো-পেশার কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যবস্থার প্রকট অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাবার কিডনি ড্যামেজ পরবর্তী চিকিৎসার অভিজ্ঞতার আলোকে বলা যায় চট্টগ্রামে ক্রমবর্ধমান কিডনি রোগীর তুলনায় মানসম্পন্ন চিকিৎসার জন্য চট্টগ্রাম বরাবরের মতো পিছিয়ে আছে। এ সংকট উত্তরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি। কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ মেয়াদী। মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প থাকে না। এমন বাস্তবতায় দরিদ্র-হত-দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামই একমাত্র ভরসা। এ সময় বোরহান এইচ চৌধুরী এমন বাস্তবতার সাথে একমত পোষন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। পরিশেষে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত “Save the Kidney Save the Life” বুকলেট তুলে দেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল ও সিনিয়র সদস্য মোহাম্মদ আলমগীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে সভা ও র‌্যালি
পরবর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে বিইউপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ