আজ অনেক বছর কিছু গোপন কষ্ট
চেপে রেখেছি বুকে
জ্বলে পুড়েছি আপন মনে
কাউকে দিই নি ভাগ
আমার কষ্ট আমারই থাক।
কিছু ছিল অসুখের সুখ,
শান্তি প্রতিদিন করেছে যুদ্ধ
সুখ ছিল আমার নাগালের বাইরে
যন্ত্রণা প্রতি ক্ষণে ক্ষণে করেছে বিষাক্ত
তবুও তো আমি মুখ বুঝে আছি
আমার বুকে যে রক্ত ঝরেছে
জমাট বেঁধে হয়েছে নীল
আমার দুঃখ, কষ্ট বিষাদ
তা আমি কাউকে দেখাতে
পারি না।
আমার জমানো সব সুখ
বিষণ্ন, একাকী, খেলাচ্ছলে
ভুল পথে চলে যায়।