কাল বাঁশখালী ঋষিধামে অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব মহোৎসব শুরু

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের প্রতিষ্ঠাতা স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৩তম আবির্ভাব দিবস উপলক্ষে বাঁশখালীর কোকদণ্ডীস্থ ঋষিধামে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী আবির্ভাব মহোৎসব।

আগামীকাল ১৯ ও ২০ মে এই মহোৎসব অনুষ্ঠিত হবে। জন্মোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে শ্রীগুরু সংঘ এবং সহযোগিতায় রয়েছে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ।

মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা মাঙ্গলিক ধর্মীয় কার্যক্রম। অনুষ্ঠানসূচিতে থাকবেমঙ্গলারতি ও জয়গানে মঙ্গল আহ্বান, শ্রীগুরু পূজা, শ্রীগুরু মহারাজের ভোগরাগ, সমবেত প্রার্থনা, অদ্বৈত সংগীতাঞ্জলি, সতীর্থ সম্মেলন, মহানামযজ্ঞ, বিশ্বকল্যাণে পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন ও শান্তি হোম, দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, মহাপ্রসাদ বিতরণ ও দীক্ষানুষ্ঠান।

মহোৎসবের সকল ধর্মীয় আচারঅনুষ্ঠান ও দীক্ষাদান পরিচালনা করবেন ঋষিধাম ও তুলসীধামের বর্তমান মোহন্ত মহারাজ স্বামী সৎচিদানন্দ পুরী মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সরফভাটা স্কুলে আলোচনা সভা