কাল পরশু বৃষ্টি নামতে পারে ‘আশা’

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

আগামীকাল-পরশু (১৭-১৮ এপ্রিল) চট্টগ্রামে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। বৃষ্টি হলে তাপমাত্রাও কমে আসবে বলেও জানায় তারা। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ দৈনিক আজাদীকে বলেন, আগামী ১৭-১৮ এপ্রিল চট্টগ্রামে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চলতি মৌসুমে প্রয়োজনীয় সময়ে বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা কিছু বেড়েছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। চট্টগ্রাম আবহাওয়া অফিস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৬ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেঁয়ে আসছে পূর্ণাঙ্গ ক্রান্তীয় ভারী বৃষ্টিবলয় ‘আশা’। আশার প্রভাবে ইতোমধ্যে সিলেট বিভাগে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। ১৬ এপ্রিল বৃষ্টিবলয় আশা দেশের অভ্যন্তরে আরও বিস্তৃত এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। ২৩ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়া থেকে অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভেজাল বিরোধী অভিযানে বাধা মাছের আড়ত সিলগালা