আনোয়ারায় ভেজাল বিরোধী অভিযানে বাধা মাছের আড়ত সিলগালা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলা মৎস্য অফিসের ভেজাল বিরোধী অভিযানে বাধা ও এক অফিস সহকারীকে হেনস্থা করার অভিযোগে কালবিবি দীঘির মোড়ের এবিসি মৎস্য আড়ত নামে একটি মাছের আড়ত সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, কালাবিবি দীঘির মোড়ের মৎস্য আড়তগুলোতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে এবিসি নামের ১নং মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করার সময় আড়তদারের লোকজন অভিযানে বাধা দেয় এবং উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী এনামুল হকের সাথে ধাক্কাধাক্কি করে। একই সাথে গালিগালাজ করতে থাকে। ঘটনাটি ধামাচাপা দিতে অফিস সহকারী এনাম তাদের কাছে টাকা চাইছে বলে ‘মিথ্যা’ অভিযোগ আনে। পরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের আদালতে টাকা দাবি করার অভিযোগ প্রমাণ দিতে না পেরে আড়তদার তা প্রত্যাহার করে নেন। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী অভিযান চালিয়ে কালাবিবি মোড়ের এবিসি মৎস্য আড়ত সিলগালা করে দেন।
এ ব্যাপারে এবিসি মৎস্য আড়তের মালিক মো. শাহেদ বলেন, ‘আমার আড়তে জেলি মিশ্রিত চিংড়ি মাছ না থাকার পরও মৎস্য অফিসের লোকজন জোরপূর্বক মাছ জব্দ করার চেষ্টা করলে তাদের সাথে আমার আড়তের কর্মচারীদের ধাক্কাধাক্কি হয়।’
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিস কালাবিবি দীঘির মোড়ের এবিসি মৎস্য আড়তে ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে আড়তের লোকজন সরকারি কাজে বাধা দেওয়াসহ এক কর্মচারীকে ধাক্কা দেয়। সেইসাথে গালিগালাজের ঘটনায় এবিসি মৎস্য আড়ত সিলগালা করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাল পরশু বৃষ্টি নামতে পারে ‘আশা’
পরবর্তী নিবন্ধ১শ টাকায় ১ মণ টমেটো