কাল দায়েম নাজির জামেয়া মসজিদে খতমে তারাবির আখেরী মুনাজাত

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে আগামীকাল শুক্রবার তারাবিহ নামাজে খতমে কোরআনের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের মুসল্লী ও পীর ভাইদের দোয়ায় শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিলের অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের পক্ষ হতে সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের পক্ষ হতে মোতোয়াল্লী মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলে আগুনে পুড়ল ১ হাজার মুরগি
পরবর্তী নিবন্ধজিয়া উদ্যান নাম পুনর্বহাল