ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহাম্মদ ময়নুল ইসলাম আগামীকাল চট্টগ্রাম আসছেন। একই সাথে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানও চট্টগ্রাম সফর করবেন।
পুলিশ এবং র্যাবের এই দুই শীর্ষ কর্মকর্তা চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপি এবং র্যাবের কর্মকর্তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। পুলিশের আইজি এবং র্যাবের মহাপরিচালক সিএমপি সদর দফতরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়ও মিলিত হবেন বলে সিএমপির এডিসি (পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।