আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় শায়খুল মাশায়েখ, ওয়াক্বেফে আসরারে মা’রিফাত, খাজায়ে খাজেগান, খলীফায়ে শাহে জীলান, মা’আরেফে রব্বানীর ধারক, ইলমে লাদুন্নীর বাহক, অদ্বিতীয় দরুদসম্ভার ত্রিশপারা সম্বলিত মাজমু’আহ্–এ–সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের প্রণেতা–খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)-এর ১০৪ তম সালানা ওরস মোবারক আগামীকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল ৯.৩০টা হতে যোহর পর্যন্ত খতমে কোরআনুল করীম, খতমে বোখারী শরীফ, খতমে গাউসিয়া শরীফ, খতমে মাজমু’আহ–এ–সালাওয়াতে রাসূল (দরুদ), শাহানশাহে চৌহর হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রহমাতুল্লাহি তা’আলা আলাইহি’র জীবনী আলোচনা, মিলাদ, সালাত–সালাম ও আখেরী মুনাজাত এবং বা’দ যোহর তাবাররুক বিতরণ।
আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত হাসিলের জন্য ট্রাস্টের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ ওলী প্রেমিক পীরভাইদের সালানা ওরস মোবারকে অংশ নেয়ার জন্য আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।